সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মুহাম্মদ হাফিজ,সাতক্ষীরা :: তথ্য জানার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকার প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “রাষ্ট্রের মূলধারা তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিতরণ ”।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮শে সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের উন্নয়নের জন্য তথ্যের অবাধ প্রবাহ প্রয়োজন। তথ্য জানার অধিকারের মধ্য দিয়ে দেশ দুর্নীতি মুক্ত হবে। তথ্য অধিকার বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি সুশীল সমাজ, জনগণ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ। সভাপতিত্ব করেন জাহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগন কিন্তু নির্ধারিত বিষয় ব্যতীত সকল বিষয়ে তথ্য পেতে পারে।তিনি আরো বলেন, কোনো সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করার পূর্বে সেটি যাচাই বাছাই করে তারপর শেয়ার করতে হবে।”
বিশেষ অতিথির বক্তৃতা করেন সনাকের শিক্ষা বিষয়ের উপকমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ।তিনি তাঁর বক্তব্যে বলেন দেশকে সমৃদ্ধ করতে তথ্য অবাত ব্যবহার প্রয়োজন। বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ”প্রত্যেক প্রতিষ্ঠান তাদের তথ্য জনগণকে দিতে বাধ্য থাকিবে।তিনি উপস্থিত সকলকে জানান কেউ যদি তথ্য পেতে বাঁধার সম্মুখীন হন তাহলে সে তথ্য অধিকার আইনে আপিল করতে পারবে।” এছাড়া আরো বক্তব্য প্রদান করে, সাতক্ষীরা অগ্রণী সংস্থার নির্বাহী পরিচালকসহ আরো অন্যান্যরা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে স্কুল শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)- টিআইবি এবং অগ্রগতি সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
এমএ মামুন: সতিক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদেদর ৯মবিস্তারিত…
বুধহাটায় সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
হেলাল উদ্দিন :: বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩বিস্তারিত…