আজ সভায় বসছে বিসিবি

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষপদে পরিবর্তনের পর তৃতীয়বার বোর্ড সভা বসছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শের-ই বাংলায় বিসিবি ভবনে এই বৈঠক হবে বলে জানা গেছে।
সবশেষ গত আগস্টের শেষ সপ্তাহে বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
বোর্ড সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে বোর্ড পরিচালকদের ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পর কোনো বোর্ড সভায় যোগ দেননি কয়েকজন পরিচালক।
নিয়ম অনুযায়ী টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালকদের পদ নিষ্ক্রিয় হয়ে যায়। তাই বৃহস্পতিবারের বোর্ড সভায় অনুপস্থিত থাকলে বেশ কয়েকজন পরিচালক পদ হারাতে পারেন।
সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল পার্টনার পেল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আগামী তিন বছর ফুটবল সরবরাহ করবে জাপানের খ্যাতনামা ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানবিস্তারিত…

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন
কামরুল হাসান।।কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানোবিস্তারিত…