ভার‌ত যাওয়ার প‌থে সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলা‌দে‌শি আটক

  টিউজ ডেস্ক ::  বসাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরা‌তে কা‌লিয়ানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সীমা‌ন্তের কালিয়ানী মন্ডলপাড়া থে‌কে ভার‌তে যাওয়ার প্রাক্কা‌লে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করা হ‌য়ে‌ছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জা‌নি‌য়ে‌ছে, ভারতে চাকরির উদ্দেশ্যে তারা ভারতীয় পাচারকারী শুধা বাসকের (৪৫) মাধ্যমে ভারতে প্র‌বে‌শের চেষ্টা কর‌ছিলেন। আটককৃত‌দের ব্যাগ তল্লাশী করে একটি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার হ‌য়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা আশাশু‌নি উপ‌জেলার কামালকা‌টি গ্রা‌মের উদয় কান্তি বাহারের ছে‌লে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাছাড়ের ছে‌লে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মন্ডলের ছে‌লে উত্তম মন্ডল (২০)।

এ‌দের ম‌ধ্যে উৎসব নারায়ণ বাহারের শ্বশুরবাড়ি ভার‌তের ২৪ পরগণার পাচুরিয়া গ্রা‌মে। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছেন।