আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) ১ম শাহাদাত বার্ষিকী আজ

বিশ্ব বরেণ্য আলেম, লক্ষ আলেমের ওস্তাদ,  জালিমের আতঙ্ক মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) এর আজ ১ম শাহাদাত বার্ষিকী। দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত নিয়ে, সম্পূর্ণ ভারতের প্ররোচনায় পরিকল্পিত ভাবে গত বছরের আজকের দিনে শেখ হাসিনা তাকে নির্মম ভাবে হত্যা করে।

মহান আল্লাহপাক হুজুরের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, আমিন। দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে পারেন হুজুরের জন্য দূয়া করবেন যেন মহান আল্লাহপাক তাঁকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং জান্নাত বাসী করেন।






সম্পর্কিত সংবাদ