আশাশুনিতে আল্লামা সাঈদী ও শহীদ ছাত্রদের স্মরণে সভা ও দোয়া মাহফিল 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শ্রীকলস জামে মসজিদে (ভাটার পাশে) এ মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীকলস ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, ওয়ার্ড সভাপতি মোবারক আলী। প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, আশাশুনি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর সবুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তাজা। প্রধান বক্তা ছিলেন, হাফেজ মাওলানা আবু বক্কার সিদ্দিক। শিবিরের সাবেক উপজেলা সভাপতি বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যদ্যের  মধ্যে সাবেক উপজেলা সেক্রেটারি এ বি এম আলমগীর পিন্টু, সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন, ছাত্র শিবিরের সাবেক কলেজ সভাপতি মোর্তাজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান, আব্দুল আজিজ, ইমাম মাওলানা আব্দুর রশিদ প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।
ক্যাপশান ঃ আশাশুনির শ্রীকলসে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন নূরুল আফছার মোর্তজা।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
  • বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ 
  • সাতক্ষীরার আশাশুনিতে উদারতা শিক্ষাবৃ‌ত্তি প্রদান।
  • কাদাকাটিতে পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • বুধহাটায় জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ
  • আশাশুনিতে বৃক্ষরোপণ  কর্মসূচি উদ্বোধন
  • শ্রীউলায় পানি নিস্কাশন পথ বন্ধ  করায় জলাবদ্ধতার সৃষ্টি
  • আশাশুনিতে জাতীয় কন্যা  শিশু দিবস পালন