কলারোয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: ২০ ২৪ -২৫ অর্থবছরে ক্লাইমেট র্স্মাট প্রয্ুিক্তর মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওয়াতায় বাস্তবায়ন প্রদর্শনীর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর সকালে কলারোয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু দাসের সভাপতিত্বে মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের আতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,কলারোয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশ,এস এ পি জি ও জিয়াউল হক,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলম,আরিফ হোসেন,পৌরসভার ৬ ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মোঃ আকবার আলী,কৃষক রবিন কুন্ডু প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমরা অধিক পরিমান ফসল ফলিয়ে বর্তমান অন্তরবর্তীকালিন সরকরের হাতকে শক্তিশালী করবো। এবং নতুন নতুন জাতের ফসল উৎাদন করে দেশের খাদ্য সমস্যাকে সমাধান করার‌্য আপ্রান চেষ্টা করবো।

প্রধান অতিথি পরে লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়ন এলাকায় সম্প্রতি অতি বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া ধানের ক্ষেতসহ ক্ষতিগ্র¯’ বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করেন এবং কলারোয়া কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর আয়েজিত কৃষক ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সাথে মত বিনিময় করেন।

কৃষি সম্প্রারণ অধিদপ্তর কলারোয়া অফিস থেকে জানা যায়, এবারের প্রবল বর্ষনে ফসলের সবচেয়ে বেশী ক্ষতিগ্র¯’ হয়েছে কলারোয়া পৌরসভা ও লাঙ্গলঝাড় ইউনিয়নের আংশিক অঞ্চলে। এ অঞ্চলে এবারের মৌসূমে আমন ধানের চাষ হয়েছিল ১২০০হেক্টর জমিতে এর মধ্যে উবশি চাষ করা হয় ৯৬২৫ হেক্টর ও হাইব্রিড চাষ করা হয় ৯৬২৫ হেক্টর জমিতে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্র¯’ হয়েছে ৬৫ হেক্টর জমির ধান। আউশ চাষ করা হয়েছিল ১৭১৫ হেক্টরজমিতে। এর মধ্যে হাইব্রিড ২৩০ হেক্টর ও উবশি ধানের চাষ করা হয় ১৪৮৫ হেক্টর জমিতে। এর মধ্যে আংশিক নিমজ্জিত ২৫ হেক্টর জমির ধান।

 






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় কয়লায় বিএনপি নেতা রকিব মোল্লার মতবিনিময়
  • কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
  • কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন 
  • তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশে হবে সুখী-সমৃদ্ধির বাংলাদেশ : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত
  • কলারোয়ায় আশরাফ আলীর মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান 
  • কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব 
  • কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী