বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার

নিউজ ডেস্ক::আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, নায়ক হিসেবে থাকবেন ছোটপর্দার একজন অভিনেতা। কে হতে পারেন?

নির্মাতা মেহেদি হাসান জানান, শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। এতে বুবলী নায়ক হিসেবে পাচ্ছেন টিভি নাটকের একজন অভিনেতাকে।

নির্মাতা বলেন, বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে এ সিনেমার গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের গল্প নিয়ে সিনেমা নির্মাণ হতো। আমিও এ সময়ে এসে বুবলীকে নিয়ে চ্যালেঞ্জ নিতে চাই।

বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’। অন্যদিকে হাতে থাকা এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ ছবি দুটি ছেড়ে দেওয়ার খবর শোনা গেছে। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বুবলী।

বছর দুই হলো শাকিব বলয় থেকে বেরিয়ে স্বাধীন শবনম বুবলী। একে একে দারুণ সব সিনেমায় অভিনয় করছেন। দেখিয়েছেন নিজের দক্ষতা।

বুবলী অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘লোকাল’, ‘ক্যাসিনো’, ‘টান’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘প্রহেলিকা’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’ প্রভৃতি।

আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, নায়ক হিসেবে থাকবেন ছোটপর্দার একজন অভিনেতা। কে হতে পারেন?

নির্মাতা মেহেদি হাসান জানান, শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। এতে বুবলী নায়ক হিসেবে পাচ্ছেন টিভি নাটকের একজন অভিনেতাকে।

নির্মাতা বলেন, বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে এ সিনেমার গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের গল্প নিয়ে সিনেমা নির্মাণ হতো। আমিও এ সময়ে এসে বুবলীকে নিয়ে চ্যালেঞ্জ নিতে চাই।

বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’। অন্যদিকে হাতে থাকা এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ ছবি দুটি ছেড়ে দেওয়ার খবর শোনা গেছে। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বুবলী।

বছর দুই হলো শাকিব বলয় থেকে বেরিয়ে স্বাধীন শবনম বুবলী। একে একে দারুণ সব সিনেমায় অভিনয় করছেন। দেখিয়েছেন নিজের দক্ষতা।

বুবলী অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘লোকাল’, ‘ক্যাসিনো’, ‘টান’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘প্রহেলিকা’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’ প্রভৃতি।

আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, নায়ক হিসেবে থাকবেন ছোটপর্দার একজন অভিনেতা। কে হতে পারেন?

নির্মাতা মেহেদি হাসান জানান, শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। এতে বুবলী নায়ক হিসেবে পাচ্ছেন টিভি নাটকের একজন অভিনেতাকে।

নির্মাতা বলেন, বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে এ সিনেমার গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের গল্প নিয়ে সিনেমা নির্মাণ হতো। আমিও এ সময়ে এসে বুবলীকে নিয়ে চ্যালেঞ্জ নিতে চাই।

বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’। অন্যদিকে হাতে থাকা এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ ছবি দুটি ছেড়ে দেওয়ার খবর শোনা গেছে। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বুবলী।

বছর দুই হলো শাকিব বলয় থেকে বেরিয়ে স্বাধীন শবনম বুবলী। একে একে দারুণ সব সিনেমায় অভিনয় করছেন। দেখিয়েছেন নিজের দক্ষতা।

বুবলী অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘লোকাল’, ‘ক্যাসিনো’, ‘টান’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘প্রহেলিকা’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’ প্রভৃতি।

সূত্র:যুগান্তর নিউজ



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • ‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
  • চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
  • আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত