যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, গ্রেপ্তার ১৪ বছরের কিশোর

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এঘটনায় সন্দেহভাজন এক ১৪ বছরের কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, বুধবার জর্জিয়ার আপালেচি হাইস্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হয়েছেন। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই স্কুলের শিক্ষার্থী কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন। প্রাপ্তবয়স্ক হিসেবেই তার বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে পুলিশ।
এই স্কুলে বন্দুক হামলার বিষয়ে এক বছর আগেই সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তারা আগে স্কুলটিতে হামলার একটি হুমকি শনাক্ত করতে পেরেছিল। কিন্তু স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা সেসময় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেনি।কর্মকর্তারা স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে স্কুলে বন্দুক হামলার খবর পান।
স্থানীয় শেরিফ জুড স্মিথ এই হামলাকে ‘খাঁটি শয়তানি’ বলে আখ্যায়িত করেছেন। সংবাদ সম্মেলনে ওই শেরিফ বলেছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে আইন প্রয়োগকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সাথে স্কুলে নিযুক্ত দুজন স্কুল রিসোর্স অফিসার যারা অবিলম্বে বিষয়টির সম্মুখীন হয়েছিলেন তারাও অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, হামলাকারী অবিলম্বে আত্মসমর্পণ করে এবং তার বন্দুক ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে পুলিশ এখনও এই হামলার উদ্দেশ্য বা মোটিভ শনাক্ত করতে পারেনি। এদিকে স্কুলে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না। ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারিকে নিশ্চিহ্ন করতে হবে।
সূত্র: বিবিসি। সূত্র:নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক
সম্পর্কিত সংবাদ

গাজায় আরও ৬০ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে প্রায় ৫৪ হাজার ৪০০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেনবিস্তারিত…

ভারতে যুবককে হত্যার পর ভিডিও প্রকাশ ‘২৬০০ মুসলিমকে মারব’
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ২৬ জনকে হত্যার পর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারী।বিস্তারিত…