‘দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই’

নিউজ ডেস্ক ::জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্যদিয়ে গানের জগতে তার যাত্রা শুরু। এরপর থেকে নিয়মিত অডিও, প্লে-ব্যাক ও স্টেজে গান করে যচ্ছেন মুহিন।

বর্তমান ব্যস্ততা নিয়ে মানবজমিনকে এ গায়ক বলেন, বেশ কিছু কাজ চলমান। গত দুই বছর ধরে আমার ৫০টি গানের প্রজেক্টের কাজ চলছে। আশা করছি এ বছরেই রিলিজ হবে। বিগত সরকারের সময়ে বেশ ক’জন শিল্পীকে কালো তালিকাভুক্ত করা হয়। আপনিও সে সময় বঞ্চিত হয়েছেন। সে সময়টা কেমন ছিল? মুহিন খান বলেন, কালো তালিকা বলতে আসলে কিছু নেই।

এটা মানুষেরই বানানো একটা তালিকা। যারা এসব কাজে জড়িত ছিলেন, তারাই ভালো বলতে পারবেন, কেন শিল্পীদের সঙ্গে দলীয় ট্যাগযুক্ত করেছেন। তাদের দ্বারা অনেক শিল্পী নির্যাতিত হয়েছেন। আমি দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই। শিল্পীরা বাঁচবে তার সত্তা নিয়ে, তার গান এবং শিল্পকর্ম নিয়ে।

সবসময় এই বিষয়টিই আমার চিন্তা-ভাবনায় ছিল। শিল্পীরা যেন কোথাও নির্যাতিত না হন, সেটা নিয়েই কাজ করছি। অনেক তারকাই রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু কিছু কিছু তারকার বিরুদ্ধে এর অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুহিন বলেন, রাজনৈতিক মতাদর্শ একজনের ব্যক্তিগত ব্যাপার।

কেউ চাইলেই রাজনীতি করতে পারে। তবে আমার মতে শিল্পীরা রাজনীতির বাইরে থাকাটাই ভালো। এতে তাদের কাজটা গুরুত্ব পায়। আমরা চাই না শিল্পীরা তাদের দল ভাগ করে, দেশ ভাগ করে কোনো কিছু করুক। ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এমন প্রশ্নে এই শিল্পী বলেন, রাজনীতি অনেক বড় এবং মূল্যবোধের জায়গা।

যেখানে বিশাল বিশাল দায়িত্ব থাকে। ভবিষ্যতে এই দায়িত্ব নেয়ার মতো নিজেকে তৈরি করতে পারলে অবশ্যই রাজনীতিতে যাবো।

সূূএ:: নিউজ ডেস্ক……

 

 

 






সম্পর্কিত সংবাদ

  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • ‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
  • চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
  • আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত