‘ঢালাওভাবে কাউকে দোষারোপ করা ঠিক না’

নিউজ ডেস্ক ::‘আলো আসবেই’ নামে শিল্পীদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আওয়ামী লীগ সমর্থক অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এর মাঝে মুখ খুললেন সেই গ্রুপে থাকা অভিনেতা ফজলুর রহমান বাবু। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, হোয়াটসঅ্যাপ ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা! একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন।

অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারেন না। যদি এডমিন তাকে ডিলিট না করে। গ্রুপে কখনও প্রবেশ করেননি দাবি করে ফজলুর রহমান বাবু লিখেছেন, আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।সূএ::নিউজ ডেস্ক …



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ
  • ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন আলিয়া
  • মেকআপ করার নামে নোংরামি, শিল্পীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিদিশার
  • একা থাকি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে, প্রশ্ন তুললেন মধুমিতা
  • প্রিয়াংকা নয়, মেরি কমের প্রস্তাব পান রানি মুখার্জি
  • মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’
  • সালমানের বাবার একটি ঘটনা আটকাতে পারতেন অমিতাভ, কী সেটা?
  • ঢাকায় ‘অর্থী’, টরন্টোতে ‘সাবা’