শান্তকে দেশে ফিরলে সংবর্ধনা ফোনে অভিনন্দন প্রধান উপদেষ্টার…

নিউজ ডেস্ক ::এই সিরিজের আগে পাকিস্তানের মাটিতে সব সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচ খেলেও জয় ছিল না বাংলাদেশের। এবারের সফরে প্রথম ম্যাচের পর প্রথম সিরিজও জিতেছে টাইগাররা।

এই অবিস্মরণীয় সাফল্যের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া দেশে ফিরলে জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনাও দেয়া হবে সরকারের পক্ষ থেকে।

ম্যাচ শেষ হতেই শান্তকে ফোন দেন প্রধান উপদেষ্টা। মাঠে দাঁড়িয়েই তার সঙ্গে কথা বলেন টাইগার অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জয়। এরপর আজ একই মাঠে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল।

এর আগে প্রথম টেস্ট জেতার পর গত মাসে বাংলাদেশে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উৎসর্গ করে বাংলাদেশ দল। ব্যক্তিগত পুরস্কারের টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে দেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম। আর এবার সিরিজ সেরার পুরস্কার একই আন্দোলনে নিহত এক রিকশাচালককে উৎসর্গ করেন মেহেদী হাসান মিরাজ।

 






সম্পর্কিত সংবাদ

  • ‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’
  • বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
  • এরচেয়ে খারাপ শুরু আর হয়নি সেলেসাওদের
  • বাংলাদেশের যে তিন ক্রিকেটার এবার ভারতের নজরে
  • এবার জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে দল পেলেন বিজয়
  • ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ : শচীন তেন্ডুলকারের সামনে বড় চ্যালেঞ্জ
  • দাবা অলিম্পিয়াডে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা
  • বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ