কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক @ গন্ডার র‍্যাবের হাতে আটক।

প্রেস বিজ্ঞপ্তি
১। র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গত ০৬ আগস্ট ২০২৪ তারিখ হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে জেল পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ১। এমদাদুল হক @ গন্ডার (৩৭), পিতা-হক সাহেব হাওলাদার @ গন্ডার, সাং-দক্ষিন চেচরি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাটি’ কে ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২০০ ঘটিকার সময় রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত এমদাদুল হক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট ২০২৪ তারিখ জেল হতে পলায়ন করে দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মোগোপন করে আসছে। ধৃত আসামি আরো জানায় যে, ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার একটি বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামিকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন। তার নামে হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

৩। ধৃত আসামিকে গাজিপুর জেলার, কোনাবাড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।