‘ইন্ডিয়ান আইডল’-এ জাহিদ অন্তু

নিউজ ডেস্ক::দেশীয় রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন-২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জাহিদ অন্তু এবার পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন সিজনে।

এই শিল্পী নিজেই জানান, গেল মাসে ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন। সেখানেই জানতে পারেন ‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন সিজনের কথা। তিনি বলেন, আমি জানতাম ‘ইন্ডিয়ান আইডল’-এ ভারতীয়দের বাইরে কেউ অংশ নিতে পারে না। কিন্তু একজন প্রতিযোগীর কাছ থেকে জানতে পারি, নিয়ম মেনে অংশ নেয়া যায়।

তাই চেষ্টা করি। গত ১৮ই জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অংশ নিই। একদিনে তিনটি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছে আমাকে।

জাহিদ জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর বাছাই পর্বে উত্তীর্ণ হতে ‘খামোশিয়া’, ‘দিল দে দিয়া হ্যাঁয়’, ‘জানাম’, ‘দিল ইবাদত’সহ বেশ কিছু হিন্দি গান গাইতে হয় তাকে। এসব গানে দারুণ পারফর্ম করায় প্রায় ৮০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ৪০ জন উত্তীর্ণের তালিকায় উঠে আসেন জাহিদ অন্তু।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ
  • ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন আলিয়া
  • মেকআপ করার নামে নোংরামি, শিল্পীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিদিশার
  • একা থাকি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে, প্রশ্ন তুললেন মধুমিতা
  • প্রিয়াংকা নয়, মেরি কমের প্রস্তাব পান রানি মুখার্জি
  • মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’
  • সালমানের বাবার একটি ঘটনা আটকাতে পারতেন অমিতাভ, কী সেটা?
  • ঢাকায় ‘অর্থী’, টরন্টোতে ‘সাবা’