মধ্যরাতে ঢাকার রাজপথে বাঁধন-নওশাবারা
নিউজ ডেস্ক::ঠিক রাত ১১ টা ৫৯ মিনিটে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন সচেতন নারী সমাজের সদস্যরা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এক হয়েছেন তারা।
শুক্রবার ১৩ দফা দাবিতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করেছেন সচেতন নারীরা। এদিন রাত ১০টার পর থেকে জাতীয় জাদুঘরের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নারীরা একত্রিত হতে থাকেন। সেখান থেকে ফেস্টুন, ব্যানার ও মশাল জ্বালিয়ে পদযাত্রাটি শুরু হয়।
এরপর তা সায়েন্সল্যাব, কলাবাগান ও আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কৃষ্ণকলি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নওশাবা, আলোকচিত্রী শহিদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদসহ বেশ ক’জন মানবাধিকারকর্মী।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘আইনসিদ্ধ নিপীড়ন বন্ধ হোক’, ‘কল্পনা চাকমা কোথায়?’, ‘স্টপ স্টেট প্রডিউসড ভায়োলেন্স’, ‘বিত্তবানদের অপরাধ লুকানো বন্ধ করো’, প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন রাজপথ।
শিল্পী সায়ানের একটি গানের মাধ্যমে পদযাত্রা সমাপ্ত করেন নারীরা। গানটির শিরোনাম ‘মা-বোনেরা সাহস করো’। এর আগে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা তাদের ১৩ দফা দাবি তুলে ধরেন।
এগুলোর মধ্যে অন্যতম হলো, সারা দেশে অব্যাহত ধর্ষণ-যৌন সহিংসতার সঙ্গে যুক্তদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ও ন্যায্য শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পর্কিত সংবাদ
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক :: গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফবিস্তারিত…
আবারও প্রেমে পড়েছেন পরীমণি
নিউজ ডেস্ক :: আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুনবিস্তারিত…