যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির আগে হাথুরুকে বিদায় দেয়ার পক্ষে নন নান্নু

নিউজ ডেস্ক::বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। প্রথম সংবাদ সম্মেলনে তাকে ছাঁটাইয়ের ইঙ্গিত দেন নতুন সভাপতি ফারুক আহমেদ।

তবে পরে বলেছেন পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের পর সিদ্ধান্ত নেবেন। এবার জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, আসন্ন চ্যাম্পিয়ন্‌স ট্রফির আগে হাথুরুকে বিদায় দেয়া ঠিক হবে না।

হাথুরুর সঙ্গে ফারুক আহমেদের সম্পর্ক আগে থেকেই ভালো না। ২০১৬ সালে হাথুরুর সঙ্গে দ্বন্দ্বেই প্রধান নির্বাচকের পদ ছাড়েন ফারুক। সভাপতি হওয়ার কয়েকদিন আগেও হাথুরুর কঠোর সমালোচনা করেন তিনি। সাম্প্রতিক সময়ে হাথুরুকেন্দ্রিক নানা বিতর্কও রয়েছে।

সবমিলিয়ে গুঞ্জন আছে, হাথুরুর ছাঁটাই হওয়া কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোচ হিসেবে কাজ শুরু করেন হাথুরু। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্‌স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে বিসিবি’র।

তার আগে হাথুরুকে বিদায় করার পক্ষে নন সাবেক প্রধান নির্বাচক এবং বর্তমান বিসিবি’র চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু।২০২৩ বিশ্বকাপের কয়েকমাস আগে হঠাৎ কোচ পরিবর্তন করে যে ভুল বিসিবি করেছিল, সেটা আর দেখতে চান না তিনি।

তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের সময় যে কোচের পরিবর্তন হয়েছিল, ওই স্বল্প সময়ে পরিকল্পনা সাজানোটা কিন্তু কঠিন ছিল। একটা বিশ্বকাপের জন্য টিম গুছিয়ে আনতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। ওই জায়গায় এসে যদি হেড কোচ সরে যায় সেটা খুব কঠিন।

২৩-এর ওই সময়টায় পরিবর্তন করায় কঠিন হয়ে পড়েছিল। তারপরও আমি জানি না। এটা বোর্ডের সিদ্ধান্ত, যেহেতু বোর্ডের ডিরেক্টররা আছেন। তারা সভাপতির সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবেন। বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

এর আগে গত বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে হাথুরুসিংহের ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না।

প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যে রকম ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ
  • কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত 
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
  • দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ 
  • কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী