মিরাজ-লিটনের ফিফটি, জুটির রান ১০০ ছাড়ালো
নিউজ ডেস্ক::২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। দুজনেই ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন, জুটিতে ১০০ রান পার হয়েছে। লাঞ্চের আগে মিরাজ-লিটনের প্রতিরোধ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস প্রতিরোধ গড়েছেন। ৪৯ রানের জুটি গড়ে লাঞ্চে গেলেন তারা।২৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের এবার ফিরলেন সাকিব আল হাসান। ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ। মুশফিকও ফিরলেন, খাদের কিনারায় বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। ২৬ রানেই ফিরলেন ৫ ব্যাটার। মুশফিকুর রহিম সর্বশেষ ফিরলেন ড্রেসিং রুমে। ২০ রানে নেই ৪ উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ ১৪ রানে বিনা উইকেট থেকে ২০ রানে ৪ উইকেট। ৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ফিরে গেছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দিনের শুরুতেই জাকির-সাদমানকে হারালো বাংলাদেশ আগের ওভারেই একপ্রকার ‘জীবন’ই পান জাকির হাসান। কিন্তু পরের ওভারেই উইকেট ছুড়ে দিলেন তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি এর আগে ১৬ বলে করেন ১ রান। ১ ওভার পরই ড্রেসিংরুমের পথ ধরেন সাদমান ইসলাম। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে টাইগাররা। বাংলাদেশের রান ২ উইকেটে ১৯ রান।এর আগে গতকাল প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
সম্পর্কিত সংবাদ
‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’
নিউজ ডেস্ক::অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশবিস্তারিত…