শরিফুলের চোট কতোটা গুরুতর

নিউজ ডেস্ক::রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ খেলবেন তা জানা গিয়েছিল আগের দিনই। তবে ধারণা করা হচ্ছিল তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রামে দিয়ে একাদশে ফেরানো হবে তাসকিনকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

তবে নাহিদ রানা নয়, ইনফর্ম পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। প্রথম টেস্টে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। বাঁহাতি এ পেসার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বিপাকে ফেলেন স্বাগতিকদের। তাকে কেন একাদশের বাইরে রাখা হলো? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জয়ের পর শরিফুলের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে কুঁচকিতে হালকা চোট পেয়েছে।

তার জায়গায় তাসকিনকে নেওয়া হয়েছে।’ এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো বিবৃতিতে শরিফুল ইসলামের চোট নিয়ে জানানো হয়, ‘কুঁচকিতে টান লাগায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বিবেচনা করা হয়নি।’

রাওয়ালপিন্ডিতে গত রোববার প্রথম টেস্টের শেষ দিনে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। সে ম্যাচের পরই কুঁচকিতে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান শরিফুল ইসলাম। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তার চোট নিয়ে বলেন, ‘প্রথম টেস্টের পর শরিফুলের এমআরআই করানো হয়। তার অ্যাডাক্টরে (পেশি) গ্রেড-১ পর্যায়ের টান লেগেছে। এসব চোট সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, সে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে।’
প্রথম টেস্টে নতুন বলে ভালো করেছিলেন শরিফুল। পাকিস্তানের প্রথম ইনিংসে সপ্তম ওভারে অধিনায়ক শান মাসুদ ও নবম ওভারে বাবর আজমকে তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন তিনি । পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তার শিকার হন ওপেনার সায়েম আইয়ুব।
শরিফুলের জায়গায় ১৪ মাস পর টেস্ট দলে ফেরা তাসকিন বোলিংয়ে নেমেই উইকেট পেয়েছেন। রাওয়ালপিন্ডিতে গতকাল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসে প্রথম ওভারেই ওপেনার আবদুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন। প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে।
 






সম্পর্কিত সংবাদ

  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ 
  • কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী
  • সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০’ক্রিকেটে চ্যম্পিয়ান হলো ড্রীম এলিভেন
  • বাংলাদেশি আম্পায়ারের ‘সাহসী’ সিদ্ধান্ত, ভারতীয় ব্যাটারের ক্ষোভ
  • ইয়াসির-এনামুলের ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে রাজশাহী
  • আনুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভালুকা চাঁদপুর দল চ্যাম্পিয়ন