জামায়াতে ইসলামীর বিবৃতি প্রদান
নওগাঁ জেলার সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩১ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “৩০ আগস্ট রাত সোয়া ১০টার দিকে নওগঁা জেলার সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি ও জামায়াত কর্মী আহমাদুল্লাহ আইহাই ইউনিয়ন আয়োজিত দলীয় প্রোগ্রাম শেষে ঙ্সয়দপুর ও মানিকুড়া রাস্তার মাঝামাঝি আসলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা ৭/৮ জন দুষ্কৃতিকারী লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটাতে থাকে এবং তাদের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের আর্ত-চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। মারাত্মকভাবে আহত আব্দুল্লাহিল কাফি ও আহমাদুল্লাহকে সাপাহার উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আব্দুল্লাহিল কাফির জখম গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেন। আমরা এই হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জালিম সরকারের সুবিধাভোগীরা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা পালন করতে হবে। অবিললম্বে আব্দুল্লাহিল কাফির হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” বার্তা প্রেরক, (মুজিবুল আলম) কেন্দ্রীয় প্রচার বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী
সম্পর্কিত সংবাদ
ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে
ডেস্ক রিপোর্ট :: ৩ নভেম্বর রবিবার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুলবিস্তারিত…
ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর কনফারেন্স অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট :: ২১ অক্টোবর সোমবার তুরস্কের ইস্তাম্বুলে “ইন্টারন্যাশনাল লিডারশিপ সামিট ২০২৪ ইস্তাম্বুল’ শিরোনামে ইন্টারন্যাশনালবিস্তারিত…