রাফিনহার হ্যাটট্রিক, ৭ গোল দিল বার্সা
নিউজ ডেস্ক :: লা লিগায় ২০২৪-২৫ মৌসুমে দারুণ খেলছে বার্সেলোনা। লিগে মৌসুমে টানা চতুর্থ জয় পেল কাতালান ক্লাবটি। আজ নিজেদের মাঠে বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। হ্যাটট্রিক করেছেন রাফিনহা।
ম্যাচে বল দখল, গোলে শট সবকিছুতেই আধিপত্য ছিল হান্স ফ্লিকের দলের। ম্যাচের ২০ মিনিটে গোলের শুরুটা করেন রাফিনহা। এরপর ৬৪ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
তাসকিন বললেন, লিড নেয়াটা জরুরী ২৭৪ রানই যথেষ্ট : সালমানতাসকিন বললেন, লিড নেয়াটা জরুরী ২৭৪ রানই যথেষ্ট : সালমান
এছাড়া একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলেস কুন্দে, দানি ওলমো ও ফেরান তোরেস। লেভার চার ম্যাচে এটি চতুর্থ গোল। দানি ওলমো গোল পেলেন বার্সায় নিজের প্রথম দুই ম্যাচেই।
সম্পর্কিত সংবাদ
বিপদে পড়া রংপুরকে টেনে তুললেন খুশদিল শাহ
নিউজ ডেস্ক :: হঠাৎ যেন আজ খেই হারিয়ে ফেলেছিল রংপুর। চেনা ছন্দের দেখা মেলেনি ইনিংসেরবিস্তারিত…
চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার
নিউজ ডেস্ক :: টানা দু’ জয়ে আসরে শুভ সূচনা করেছিল খুলনা। তবে এরপর যেন জয়েরবিস্তারিত…