ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে খালেদা জিয়ার নির্দেশনা

নিউজ ডেস্ক :: বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ছাত্রদলের শীর্ষ নেতাদের সারাদেশের কর্মীদের এই বার্তা পৌঁছানোর নির্দেশও দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা পান।
সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ফেনীসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অবস্থা সম্পর্কে জানতে চান এবং ছাত্রদলের ত্রাণ বিতরণ কার্যক্রমের খোঁজও নেন।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা মেইলকে বলেন, “আমরা ম্যাডামের শারীরিক খোঁজখবর নিতে গিয়েছিলাম। তিনি বন্যাকবলিত মানুষের পরিস্থিতি জানতে চেয়েছেন এবং আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে বলেছেন। আন্দোলন করতে গিয়ে নিহতদের কথাও ম্যাডাম স্মরণ করেছেন।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে।”
ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সম্পর্কিত সংবাদ

নির্বাচনের বিভাগগুলো পূর্ণ সংস্কার করে নির্বাচন করতে হবে : গোলাম পরওয়ার
নিউজ ডেস্ক :: নির্বাচনের বিভাগগুলো পূর্ণ সংস্কার করে জাতীয় নির্বাচন করতে হবে মন্তব্য করে বাংলাদেশবিস্তারিত…

আওয়ামী আমলে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল:ডা.শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: বিগত সময়ে (আওয়ামী লীগ সরকার) জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়াবিস্তারিত…