কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ নানা বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন। মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কামারালী মাদরাসার সুপার মাওলানা ওসমান গনী, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বিমল বাবু, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাদরাসা সুপার মুজিবর রহমান, ইদ্রিস আলী, আবু মোনায়েম, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক জামিলা খানম, মাহফুজা খাতুন, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলি শাহিন, তৌহিদুর রহমান, তজিবুর রহমান, আব্দুল করিম, আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র কমিটি, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের উপ কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া, অনুষ্ঠানের শুরুতে শিক্ষকমণ্ডলীদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারকে ফুলেল শুভেচছা জানানো হয়।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে………মুহাদ্দিস রবিউল বাশার
  • কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীর সংবর্ধনা
  • নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুপ্রক নেতাদের সৌজন্য সাক্ষাৎ
  • কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনা
  • গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
  • কলারোয়ায় বিপুল খাদ্য উৎপাদনে যাত্রা শুরু করলো সেভেন স্টার ফিস ফিড মিল
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ তিনটি সভা অনুষ্ঠিত