ভ্যাপসা গরম ও ঘামে চুলের গোড়ায় ফোঁড়া বা ইনফেকশন হলে
নিউজ ডেস্ক ::ডা. এসএম বখতিয়ার কামাল ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার ,এই সময়ে ভ ভ্যাপসা গরমজনিত কারণে অনেকের মাথার ত্বকে ঘাম জমে নানা রকম ইনফেকশন হয়ে থাকে। সেইসঙ্গে বাড়ে চুল ওঠার সমস্যাও। তার জন্য অনেকটাই দায়ী এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া।
সাধারণত এ সময় আপনার মাথায় যেসসব ইনফেকশন হতে পারে প্রতিরোধ করা প্রয়োজন। কেননা এসব ইনফেকশন হলে তা পুরো মাথার ত্বকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চুলও পড়ে যেতে পারে। আপনি যেসব ইনফেকশনে আক্রান্ত হতে পারেন তা হলো-
ক্রনিক সুপারফিসিয়াল ফলিকুলাইটিস অফ স্ক্যাল্প: (ঈযৎড়হরপ ঝঁঢ়বৎভরপরধষ ঋড়ষষরপঁষরঃরং ড়ভ ঝপধষঢ়): সাধারণত গরম ও বর্ষার সময় বাচ্চাদের এই রোগ থেকে সমস্যা বেশি হয়। ছোট ছোট ফোঁড়ার মতো হয় মাথায়, তাতে পুঁজও থাকে। যা খুবই যন্ত্রণাদায়ক। ওষুধ, অ্যান্টিইনফ্লামেটরি অ্যান্টিফাঙ্গাল সলিউশন ও ওষুধ খেয়ে সমস্যার উপশম হয়।
টিনিয়া ক্যাপিটিস (ঃরহবধ পধঢ়রঃরং): মাথার মধ্যে ছোট ছোট প্যাচ। যেখান থেকে চুল উঠে যায়। সেইসঙ্গে অসম্ভব মাথা চুলকায়। এটিও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। যা কিনা বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়। এ ক্ষেত্রে চিকিৎসকরা দায়ী করলেন মাথায় নানারকম তেল মাখাকে। নারকেল তেল বা সরষের তেল, মাথার ত্বকে না মেখে চুলে লাগালে ক্ষতি নেই। তবে তেল দেয়ার অভ্যেস ফাঙ্গাল ইনফেকশন বাড়তেই পারে।
সেবরিক ডার্মাটাইটিস (ঝবনড়ৎৎযবরপ উবৎসধঃরঃরং): গরমে ঘাম জমে মাথার ত্বকে চটচটে খুশকির মতো সমস্যা হয়। সেই সঙ্গে চুলকানিও। মাথা চুলকোতে চুলকোতে রক্ত বের হওয়ার অভিজ্ঞতাও হয় অনেকের। এটি কিন্তু আদতে একপ্রকার স্কিন একজিমা। স্ক্যাল্পের সমস্যা বলে কোনোওভাবেই অবহেলা করা যায় না।
কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা। প্রয়োজনে: ০১৭১১-৪৪০৫৫৮
সম্পর্কিত সংবাদ
জাপানের রাস্তাঘাটে ডাস্টবিন দেখা যায় না কেন?
নিউজ ডেস্ক:: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার জন্য বিশ্বে জাপান বেশ পরিচিত। যারা প্রথমবার সেখানেবিস্তারিত…
ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে
নিউজ ডেস্ক:: ঘুমের ঘোরে অনেকেই সশব্দে নাক ডাকেন। সঙ্গীর নাক ডাকার শব্দে অনেকরই ঘুমের বারোটাবিস্তারিত…