আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহীদ আসিব চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী কওমি ছাত্রআন্দালনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান,শহর সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।
নেতারা বলেন, “গণহত্যার বিচারের ক্ষেত্রে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।”নেতারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার দাবি জানান।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দলবিস্তারিত…
সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থিরা
এস,এম মোস্তাফিজুর রহমান।। উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামিরবিস্তারিত…


