নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড লড়বে ফাইনালে যাওয়ার লড়াই। বুধবার (২৯ অক্টোবর) গৌহাটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর নাবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাঠে নামবে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আশ্চর্যের বিষয়, ২০১৭ সালের আসরের সেমিফাইনালেও একই দলগুলোর এমন লড়াই হয়েছিল।

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে লিগ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) ইন্দোরে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া সেই জয়ের পরই নিশ্চিত হয় তাদের শীর্ষস্থান। দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে, পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে।

তৃতীয় স্থানে ইংল্যান্ড—ছয় ম্যাচে নয় পয়েন্ট তাদের। শেষ ম্যাচে যদি তারা নিউ জিল্যান্ডকে হারাতে পারে, তবে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনাও আছে। ভারত আপাতত তিন জয় ও তিন হারে চার নম্বরে। তাদের শেষ ম্যাচটি রবিবার নাবি মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে। সেই দিনই লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালের সূচি:
প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা — বুধবার, গৌহাটি।
দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম অস্ট্রেলিয়া — বৃহস্পতিবার, নাবি মুম্বাই।
ফাইনাল: রবিবার (২ নভেম্বর) নাবি মুম্বাই।

তবে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে আয়োজকদের। গৌহাটিতে প্রথম সেমিফাইনালের দিন টসের সময়ের আশপাশে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। নাবি মুম্বাইয়েও বৃহস্পতিবার বিকেল থেকে বজ্রঝড় ও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণেই দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

যদি কোনো সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যায় বা ফল না আসে, তবে পয়েন্ট তালিকায় উপরের দলটি স্বয়ংক্রিয়ভাবে ফাইনালে উঠবে। আর যদি ফাইনালেও ফল না আসে, তবে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বিশ্বকাপের নকআউট ম্যাচে দেখা হয়েছে তিনবার। এর মধ্যে দুবার জিতেছে অস্ট্রেলিয়া, একবার ভারত। অন্যদিকে, ইংল্যান্ড দুইবার নকআউটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

সব মিলিয়ে, দুই সেমিফাইনালই প্রতিশোধ ও গৌরবের লড়াই। যেখানে ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর বৃষ্টির আশঙ্কা একসাথে মঞ্চ সাজাচ্ছে এক রোমাঞ্চকর সপ্তাহের জন্য।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
  • কলারোয়ার মেয়েরা হ্যান্ডবল খেলায় জেলা চ্যাম্পিয়নে হ্যাট্রিক
  • হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • জানা গেল বিপিএল শুরুর সময়
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সেমিফাইনালে উন্নীত
  • বিসিবির নতুন সভাপতি বুলবুল