সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষণ প্রিয়াঙ্কা হালদার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে মেলায় স্থান পাওয়া ৩৭ টি স্টল এর মধ্যে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় আবারও প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরা নার্সারি প্রোপাইটার মোহাম্মদ রুহুল কুদ্দুস, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল্লাহর দান নার্সারী প্রোপাইটার মোহাম্মদ নাঈম হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সাঈদ নার্সারি প্রোপাইটার মোহাম্মদ আবু সাঈদ।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্টার আওছাফুর রহমান।






সম্পর্কিত সংবাদ

  • এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
  • ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের সাথে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ এঁর মতবিনিময়
  • ভোমরা ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ
  • মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের দোয়া অনুষ্ঠান
  • সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত
  • এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে
  • দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহফিল