সাংবাদিকদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের প্রেস কনফারেন্স

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার এ সময় বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে কোন অসাধু চক্র যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে এবং দেশ বিরোধী কর্মকান্ড ও নাশকতা করার চেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। এই আন্দোলনকে পুজি করে কোন অসাধু চক্র যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে সেজন্য তিনি সকলকে সজাগ থাকার আহবান জানান। তিনি এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রেসকনফারেন্সে এ সময় আরো উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সম্পর্কিত সংবাদ

সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরবিস্তারিত…

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত
ডেক্স নিউজ :: সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত হয়েছেন। ওইবিস্তারিত…