দেবহাটায় পবিত্র আশুরা পালন

দেবহাটা প্রতিনিধি :: :: সারাদেশের ন্যায় দেবহাটায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১০ মহররম বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রধানত শিয়া মতাবলম্বী মুসলিমরা আশুরা পালন করেন।হিজরি ৬১ সনের এই দিনে, পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন, ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।আশুরা উপলক্ষে, দেবহাটার পারুলিয়া হোসেনী ইমামবাড়ি থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের কয়েকশ মানুষ।

উপজেলার গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়। এরআগে পবিত্র আশুরা উপলক্ষে পারুলিয়া শিয়া মসজিদে ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। সেখানে মাষ্টার ফরহাদ হোসেনের সঞ্চালনায় পবিত্র আশুরা’র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্মীয় বক্তব্য উপস্থাপন করেন হযরতুল ইসলাম ইউনুস আলী ও হযরতুল ইসলাম শেখ মোস্তাক আলী। এসময় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মনতাজুর রহমান ময়না, শ্রমিক নেতা আইয়ুব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান কেল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব
  • পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতারন
  • সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার
  • আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার ডিসি-এসপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত