কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা

কামরুল হাসান।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কলারোয়ার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিঞা।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবীর, যুবদলের যুগ্ম আহবায়ক রহুল আমীন খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: শাহাজালাল আহমেদ(সাজু), ইউনিয়ন যুবদলের আহবায়ক মোখলেসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মাসুদ রানাসহ ইউনিয়ন সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়া সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সহিদুল ইসলামের উদ্যোগে তার কার্যালয় চত্বরে পৃথক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ

বড়খামার জামে মসজিদ পরিদর্শনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়খামার জামে মসজিদ পরিদর্শন করেছেবিস্তারিত…

আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশবিস্তারিত…