আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালায় দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা ও আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, জার্নালিজম ফর সুন্দরবনের যুগ্ম আহবায়ক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান। ইয়ুথ ফর সুন্দরবনের সদস্য পবিত্র সরকার ও আসাদুল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে আলোচনা রাখেন। মৌয়াল, কাকড়া সংগ্রহকারী, চিংড়ী পোনা সংগ্রহকারী ও গোলপাতা সংগ্রহকারীসহ বিভিন্ন শ্রেণির ৩০ জন বনজীবির উপস্থিতিতে কর্মশালায় পলিথিন ও প্লাস্টিক দুষণ রোধে স্ব স্ব উদ্যোগে দায়িত্বশীল ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হয়।
সম্পর্কিত সংবাদ

আশাশুনি বাইপাস সড়কে বাস খাদে পড়ে আহত-১৪
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরেবিস্তারিত…

আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
জি এম মুজিবির রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনেরবিস্তারিত…