বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :: চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরকার পতনের পরে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই আসর আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। যে কারণে বাংলাদেশে হচ্ছে না এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো একটি দু:সংবাদ। এবার বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের।
তবে ভিসা জনিত সমস্যার কারণে বাংলাদেশ সফর এই মুহূর্তে বাতিল করেছে নিউজিল্যান্ড ‘এ’ দলও। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পোস্টকে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে নিউজিল্যান্ড দল আসবে না। মূলত ট্রাভেল জনিত সমস্যা, সেটা থাকলে তো আসা হবে না। ওদের বোর্ডের সঙ্গে আলাপ করছি, কথা হচ্ছে আমাদের। এখন স্থগিত থাকলেও সফরটি বাতিল হবে না। পরে সময় বের করে আবার মাঠে গড়াবে।’
সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল পার্টনার পেল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আগামী তিন বছর ফুটবল সরবরাহ করবে জাপানের খ্যাতনামা ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানবিস্তারিত…

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন
কামরুল হাসান।।কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানোবিস্তারিত…