মার্টিনেজ আরও ৫ বছর অ্যাস্টন ভিলায় থাকছেন….

নিউজ ডেস্ক ::আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর জীবন বদলে গেছে এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতেছেন এই গোলরক্ষক। গত মৌসুমে বলেছিলেন এবার ভিলাকে চ্যাম্পিয়নস লীগে নিতে চান, সেটাও হয়েছে। এবার ভিলার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করলেন মার্টিনেজ।

ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। তার সঙ্গের ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। চুক্তির পরিমাণ ছিল ১৭ মিলিয়ন পাউন্ড।২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেস। প্রিমিয়ার লীগ্রে গত মৌসুমে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোলপোস্ট অক্ষত রাখেন তিনি। চতুর্থ হয়ে মৌসুম শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লীগে খেলার।
চুক্তি নবায়নেও মার্টিনেজের কণ্ঠে ফুটে উঠলো চ্যাম্পিয়ন্স লীগে খেলার তৃপ্তি।

বিজ্ঞাপন::

তিনি বলেন, ‘এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে আমার স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লীগে খেলার। সেটি পূরণ হচ্ছে, সুতরাং আমি নতুন চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি।’
মার্টিনেজ আরও বলেন, ‘ক্লাব বড় হচ্ছে, স্টেডিয়ামের উন্নতি হচ্ছে প্রতি বছরই আমরা সামনে এগোচ্ছি। আর্জেন্টিনার হয়ে ইতিমধ্যে আমি সব জিতেছি, এখনা আম্র মনে হয় এখানেও আমি একটা ট্রফি জিততে পারি। ক্লাব এটাই মিস করছে, আমি আগামী মৌসুমে দিকে তাকিয়ে আছি, দেখি সেটা (ট্রফি) অর্জন করতে পারি কিনা।’



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ
  • বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক
  • শান্তকে দেশে ফিরলে সংবর্ধনা ফোনে অভিনন্দন প্রধান উপদেষ্টার…
  • ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করলো টাইগাররা
  • ফুটবলারদের ভুটানের উচ্চতা ভাবাচ্ছে
  • ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার
  • মনে হচ্ছে বাংলাদেশ কেবল রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে’