নলতায় এক কিশোরকে জবাই করে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরার কালিগঞ্জের নলতার ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র সাইফুল ইসলামকে (১৭) জবাই করে হত্যা করা চেষ্টা করেছে একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত অমিত পাড় (১৯)।
ঘটনাটি আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশে ঘটে।
আহত সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যায় ইন্দ্রনগর হুসাইনিয়া জামে মসজিদ থেকে ইফতার করে নামায শেষে সাইফুল বাড়ি ফেরার পথে মাদকাসক্ত অমিত রাস্তায় তাকে একা পেয়ে পিছনদিক থেকে জাপটে ধরে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এসময় সাইফুলের চিৎকারে স্থানীয়রা এলে অমিত পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, রেজাউল পাড়ের পুত্র অমিত পাড় একজন মাদকাসক্ত। এলাকায় তার বিভিন্ন উশৃংখলায় এলাকাবাসী অতিষ্ঠ। তাকে ধরে আইনের আওতায় না নিলে তার উশৃংখলার পরিমান আরো বেড়ে যাবে।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ইন্দ্রনগর গ্রামের মার্ডারসহ একাধীক মামলার আসামী রেজাউল ইসলাম পাড়ের ছেলে অমিত পাড় মাদকাসক্ত হয়ে সাইফুল ইসলাম নামের একজন কিশোরকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। সাইফুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে অমিত পালিয়ে যায়। তিনি আরো বলেন, আওয়ামীলীগ শাসনামলে রেজাউল পাড়, তার বড় পুত্র জনি পাড় ও ছোট পুত্র অমিত পাড় এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসীদের অতিষ্ঠ করে তোলে। আওয়ামী লীগের সাথে আতাত থাকায় এলাকার লোকজন তাদের কিছু বলতে সাহস পেতোন। বর্তমানের তারা সেই অভ্যাস চালু রেখেছে। এখনই তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা না নিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হাফিজুর রহমান জানান, ইফতারের পর নলতার ইন্দ্রনগর গ্রামে এক কিশোরকে জবাই করে হত্যা চেষ্টার বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
« শেখ হাসিনার পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে জেন্ডার সংবেদনশীল ঝুঁকি নিরূপণ ও হ্রাস প্রনয়ণ পরিকল্পনা সভা »
সম্পর্কিত সংবাদ

কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত…

কালিগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জের ৩৬নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতবিস্তারিত…