শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

 

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কলেজের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথীকে পুষ্পবরনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। অধ্যক্ষ ড. এ, কে, এম, আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ। ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফ সহ অনন্য খেলা।
প্রধান অতিথি মোছাঃ রনী খাতুন শিক্ষাথীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আমাদের দৈনন্দিন জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে হলে শত ব্যস্ততার মাঝেও খেলার সময় বের করে নিতে হবে। নিয়মিত খেলা করলে আমাদের শরীরের ব্যায়াম হবে, এবং শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বশেষে তিনি কলেজের অধ্যক্ষ মহাদয় এবং কলেজ কর্তপক্ষকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার জন্য সাধুবাদ জানান।





সম্পর্কিত সংবাদ

  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
  • শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।