আশাশুনিতে জেলা বিএনপি’র কমিটি দেয়ায় তারেক রহমাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আশাশুনিতে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুঠানের শুরুতে জনতা ব্যাংক মোড় হতে শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পথসভা করা হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসরামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান আগামী সাংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যশী আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম, রবিউল আওয়াল ছোট, তুহিন উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সদর ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর ইউনিয়ন সভাপতি শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সিদ্দিকী লিটন, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তাগণ কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ আংশিক জেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে কর্মী সম্মেলন  সফল করতে সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা
  • বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
  • আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত
  • আশাশুনিতে জামায়াতের নায়েবে আমীরের আগমন সফল করতে প্রস্তুতি সভা
  • কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনিতে জামায়াতের প্রস্তুতি সভা
  • বিডিএমএ’র সাথে আশাশুনির নবাগত ইউএইচএ এর মতবিনিময়
  • আশাশুনি উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন