ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার জামাত। এতে অংশ নিয়েছে লাখো মুসল্লি। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে শুরু হয় নামাজ। শেষ হয় ১টা ৫৬ মিনিটে। এতে ইমামতি করেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জুবায়ের সাহেব।
তাবলিগ জামাতের শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, জুমার নামাজে অংশ নিয়েছে লাখো মুসল্লি। তারা ইজতেমার ময়দানসহ বাইরে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলিতে দাঁড়িয়ে জামাতের সাথে যুক্ত হন। অনেকে আশপাশের ভবনের ছাদে থেকেও অংশগ্রহণ করেছেন।
তিনি আরো জানান, জুমা নামাজের পর জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব বয়ান করবেন। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। আর মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।
উল্লেখ্য, আগামী রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শূরাপন্থীদের প্রথম ধাপের ইজতেমা। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাদের দ্বিতীয় ধাপের ইজতেমা। সেটা আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হবে।
এর আট দিন পর ১৪ ফেব্রুয়ারি হতে পারে দিল্লির মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমা। তবে তাদের ইজতেমা হওয়া নিয়ে অনিশ্চয়তা কাজ করছে।
সম্পর্কিত সংবাদ

১২ শ্রেণির মানুষকে ‘উম্মত নয়’ বলেছেন নবীজি
নবীজির উম্মত হতে পারা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নবীজির উম্মত বানিয়েছেন, সেজন্যবিস্তারিত…

■ পবিত্র আল-কুরআনে বর্ণিত কাহিনীঃ ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনা এবং আমাদের জন্য শিক্ষা!!
নিউজ ডেস্ক :: পবিত্র আল-কুরআনে আল্লাহ্ তা’আলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন, তার প্রত্যেকটি ঘটনাতেইবিস্তারিত…