কেশবপুর সাংবাদিকে মারপিট বাড়িতে সন্ত্রাসী হামলা।। হত্যার হুমকি

কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে সাংবাদিক সোহল পারভেজকে মারপিট ও বসত বাড়িতে সন্ত্রাসী হামলা হত্যার হুমকি। থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানাগেছে, যশোরের কেশবেপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের মোঃ শাহাদাৎ হোসেন জোয়ারদারের ছেলে সোহেল পারভেজ (৪০) প্রেসক্লাব কেশবপুর এর দপ্তর সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক সকালের সময়” পত্রিকার কেশবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। গত মঙ্গলবার ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১০.৫০ ঘটিকার সময় পিআই অফিস,কেশবপুর কর্তৃক রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করার জন্য তদন্তে জান। তখন স্থানীয় সাংবাদিক সোহেল পারভেজ এর নিকট জিজ্ঞাসা করিলে উক্ত জমি মশিয়ার রহমানে’র রেকর্ডীয় সম্পত্তি বলে জানায়। এই কথা শুনে একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসী (১)মোঃ আজিবার গাজীর ছেলে ইমরান গাজী (৩৬), (২) মৃত ফুলমিয়া গাজীর ছেলে মোঃ আজিবার গাজী (৫৫) সাংবাদিক সোহেল পারভেজ এর উপর ক্ষিপ্ত হয়ে অদ্য ইং ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় সাংবাদিকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। প্রতিবাদ করিলে বিবাদীদ্বয় বাঁশের লাঠি দিয়ে সাংবাদিক’কে বেধড়কভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।
একপর্যায়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার লক্ষ্যে সাংবাদিক এর বসতবাড়িতে ভাংচুর চালায় এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে যে, সাংবাদিক’কে ঝুলিয়ে পেটাবে, সাংবাদিকতা ঘুচিয়ে দেবে। বের হলে হত্যা করে ফেলবে বলে বাড়ির সামানে সন্ত্রাসীরা অবস্থান করলে তাৎক্ষণিক মুঠো ফোনের মাধ্যমে  আইনশৃঙ্খলা বাহিনীর নিকট নিরাপত্তা চায় কিন্তু কোন নিরাপত্তা না পেয়ে এক পর্যায় এলাবাসীর সহযোগিতায় বাড়ি থেকে বের হতে পারেন।
এবিষয়ে কেশবেপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি ৩ নং ওয়ার্ড যুব  বিভাগের কমিটি গঠন
  • আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে  সমন্বয় সভা
  • দরগাহপুর আঞ্চলিক  প্রেসক্লাবের কমিটি গঠন
  • প্রতাপনগরে জামায়াতের  কর্মী সম্মেলন 
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে    সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির
  • দেবহাটার সখিপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা
  • আখেরি মোনাজাতে শেষ হলো খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরস শরীফ