আশাশুনি সরকারি হাই স্কুলে বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, বিসমিল্লাহ হ্যাচারীর চেয়ারম্যান আলহাজ্ব গাউসুল হোসেন রাজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়কক আবু হেনা মোস্তফা কামাল, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা, কামরুল ইসলাম প্রমুখ।
সহকারী শিক্ষক আসিফ ইকবাল, আনিসুর রহমান ও সেলিনা আক্তারের সঞ্চালনায় অতিথিবৃন্দরা ইতিপূর্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার ১২টি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৯টি সহ মোট ৩১ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌঁড় ও উচ্চ লাফে এসএসসি পরীক্ষার্থী সাদিক আল হাসিফ প্রথম স্থান অধিকার করায় তাকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার, ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রী দিপালী রায়কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার, শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক এলাহী বক্স শতভাগ অবস্থিত হওয়ায় তাকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার দেওয়া হয়। সবশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে কর্মী সম্মেলন  সফল করতে সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা
  • বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
  • আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত
  • আশাশুনিতে জামায়াতের নায়েবে আমীরের আগমন সফল করতে প্রস্তুতি সভা
  • আশাশুনিতে জেলা বিএনপি’র কমিটি দেয়ায় তারেক রহমাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা
  • কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনিতে জামায়াতের প্রস্তুতি সভা
  • বিডিএমএ’র সাথে আশাশুনির নবাগত ইউএইচএ এর মতবিনিময়
  • আশাশুনি উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন