রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

মুহাম্মদ হাফিজ :: রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের  উদ্যোগে  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১১ জানুয়ারি) বিকালে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শেখ নুরুল হুদা।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম,সাতক্ষীরা শহর জমায়েতের আমির মো: জাহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন  ২ নং ওয়ার্ড জমায়য়াতের সভাপতি মো: শফিকুল ইসলাম সহ রাজারবাগন সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। তিনি রাজারবাগান সমাজ কল্যাণ পরিষদকে এমন মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৫ টি বছর আমাদেরকে  মানুষের কাছে যেতে  পদে পদে বাধা  দেওয়া হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।





সম্পর্কিত সংবাদ

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির
  • জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরায় তারুণ্যের উৎসব  উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  
  • রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক
  • কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে কৃষকের আত্মহত্যা
  • জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুমকে শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য রালি
  • উত্তাল খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর,  গুড়িয়ে দিল বঙ্গবন্ধু ম্যুরাল