আশাশুনিতে সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/1000038183-1.jpg?resize=650%2C349&ssl=1)
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া গ্রামবাসী সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় চাপড়া হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাঙ্গনকুলে ওয়াপদা-পাকা রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, অবঃ সেনা সদস্য আঃ মাজেদ, মহিউদ্দীন ফকির, আঃ খালেক সরদার, কামরুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, এই নদী ভাঙ্গনে গত ৪০ বছরে গ্রামের অসংখ্য ঘরবাড়ি, সহায়-সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাই স্কুলটি তিন-তিনবার স্থানান্তর করতে হয়েছে। ভিটেবাড়ী হারা মানুষের অনেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে। বক্তাগণ আরও বলেন, গত বছর ঠিকাদার খনন কাজ অর্ধ কিঃমিঃ বাকী রেখে ও ভেড়ী বাঁধ নির্মান কাজ বন্ধ রেখে মাঝ নদীতে প্রতিবন্ধক ভেড়ীবাঁধ কেটে দিয়ে চলে যায়। ফলে তীরবর্তী বসবাসকারী পরিবার ও ওয়াপদা সংলগ্ন জনপদ হুমকীর মুখে পড়েছে। একটি হাই স্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মসজিদসহ আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীনের উপক্রম হয়েছে।
গত বছর খননকৃত নদীর সম্মুখ থেকে আরএস ম্যাপে নদীর প্রবাহ ড্রয়িং করা হয়েছে। যাহা খাস খতিয়ানভুক্ত। সম্প্রতি পাউবোর সার্ভেয়ার স্থানীয় সার্ভেয়ারদের সহায়তায় সেই নদীর উপর লাল পতাকা স্থাপন করে নদী ড্রয়িং করেন। বক্তাগণ দাবী করেন, এলাকার ৬ সহস্রাধিক বসতবাড়ি, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারী স্কুল ও জায়গা জমি রক্ষা করতে ড্রয়িংকৃত লাল পতাকা স্থাপনকৃত প্রবাহমান (আরএস ম্যাপ অনুযায়ী) নদী খনন করা হোক। সাথে সাথে টেকসই ভেড়ী বাঁধ নির্মানের জোর দাবী জানান হয়।
এব্যাপারে জেলা প্রশাসক বরাবর গণ পিটিশন এবং বিভাগীয় কমিশনার, পাউবোর নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে অনুলিপি প্রদান করা হয়েছে।
« সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় করলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরা জেলার বিএসওএফ সভাপতির সাথে সাতক্ষীরা দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধির সাক্ষাৎ »
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG_20250114_191340.jpg?resize=398%2C200&ssl=1)
আশাশুনিতে গাঁজাসহ জিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বেবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG_20250114_185610.jpg?resize=400%2C200&ssl=1)
আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…