নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ১০৩ নং নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি জনপ্রিয় ও গৌরবের প্রতিষ্ঠান হিসাবে মাথা উচু করে দাড়িয়ে আছে।
১৯৫৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালের ১ জানুয়ারী জাতীয়করণ করা হয়। বিদ্যালয় বর্তমানে ৬ জন শিক্ষক পাঠদান করে আসছেন। প্রধান শিক্ষক সুবাস চন্দ্র সানার সুদক্ষ পরিচালনায় সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম, তপতি গোলদার, দেবন্ধু মন্ডল, শিউলি মন্ডল, শারমিন সুলতানা শিক্ষক সুলভ আচরনে ছোট ছোট সোনামণিদের শিক্ষা দান করে আসছেন। বিদ্যালয়ে পাঁচটি শ্রেণিকক্ষ রয়েছে। শিক্ষার গুণগত মান ও সার্বিক ফলাফল সন্তোষজনক। পাশের হার শতভাগ। বিদ্যালয় থেকে অনেকেই বৃত্তি লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ বিসিএস ক্যাডার হয়েছেন।
বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি পরিতোষ মন্ডল তার সহযোগী ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা খুবই সুন্দর। বিদ্যালয়ে বই উৎসব, শিশু বরণ, বার্ষিক পিকনিক, জাতীয় দিবস, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুদে ডাক্তার, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিক হয়ে থাকে। কিন্তু বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত হয়ে আছেন সংশ্লিষ্টরা।
রাস্তার পাশে বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় কোমলমতি ছাত্রছাত্রীরা কখন রাস্তায় গিয়ে ওঠে সবসময় আতঙ্কে থাকে বিদ্যালয়ের শিক্ষাকবৃন্দ। বিদ্যালয়ের মাঠে ছোট ছোট খানাখন্দক থাকায় খেলাধুলার অনুপযোগী হয়ে উঠেছে।
খেলার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিদ্যালয়ের পিটিএ কমিটি ও শিক্ষক ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠে বালি ভরাটের জন্য জোর দাবি জানিয়েছেন। যাতে ছাত্র-ছাত্রীরা ফুটবল, ক্রিকেট, মোরগ লড়াই ও বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারে।
« আশাশুনিতে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের স্বৈরাচারি আচরণ »
সম্পর্কিত সংবাদ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত…
আদালতের নিষেধাজ্ঞা ও মামলা থাকলেও চলমান সত্বেও স্থাপনা নির্মাণ অব্যাহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি মাদরাসার নামে ব্যক্তিমালিকানার জমি দখল করার চক্রান্তে লিপ্তবিস্তারিত…