নানা আয়োজনে সৈয়দপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: শিক্ষা,ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সৈয়দপুরে। বুধবার (১ জানুয়ারি) দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা,থানা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে পালিত হওয়া এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, রক্তদান, কর্মসূচি, বর্ণাঢ্য র্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য বলেন যথাক্রমে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন জেলা বিএনপির সহ-সভাপতি যথাক্রমে এডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, কাজী একরামুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক,ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু। সৈয়দপুর জেলা যুবদলের আহ্বায়ক তারেক আজিজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আক্তার পাপ্পু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, জেলা তাতী দলের সদস্য সচিব জুয়েল বাবু,সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন টিটু, শফিকুল ইসলাম বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাভেদ খান রুবেল, সহ-সভাপতি ইমরান আনসারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আরাফাত, মুরাদ আহমেদ জিসান ও নাসিম প্রমুখ।
এর আগে সন্ধ্যায় শহরের অফিসার্স কলোনি ফাইভ স্টার মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেয়
সম্পর্কিত সংবাদ
পাইকগাছায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন মারাত্বক আহত হয়েছেন। খুমেক হাসপাতালে নেয়ার পথেবিস্তারিত…
ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি :: ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগবিস্তারিত…