শ্যামনগরে গোলাখালী সংলগ্ন মাদার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
আহসান হাবীব সিয়াম,শ্যামনগর প্রতিনিধি ::সুন্দরবন লাগুয়া দীপ অঞ্চল গোলাখালী গ্রাম সংলগ্ন মাদার নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগ উঠেছে।
স্থানীরা জানান, বেশ কিছুদিন মাদার নদী থেকে বালু উত্তোলন করতে দেখা যাচ্ছে অসাধু এক বালু ব্যবসায়ীর। অবৈধ্যভাবে বালু উত্তোলনের কারনে গোলাখালীর বিভিন্ন জায়গায় বেরিবাঁধে ফাটল ধরেছে বলে অভিযোগ করেন বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কিত এলাকাবাসী।
স্থানীয় মাসুদ হোসেন বলেন, সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার দীপাঞ্চল গোলাখালী গ্রামটিতে ৮৮ টি পরিবারের বসবাস। চারিদিকে নদীবেষ্টিত থাকায় জোয়ারের তোড়ে ও জলোচ্ছ্বাসে প্রায় বেড়িবাঁধ ভেঙে এলাকায় নোনা পানি ঢুকছে, জরাজীর্ণ বেড়িবাঁধটি নিয়ে এলাকার মানুষ প্রায় আতঙ্কিত হয়ে থাকে। তিনি আরো বলেন, বেশ কিছুদিন যাবত কৈখালী ইউনিয়নের আব্দুল মজিদ নামক এক বালু ব্যবসায়ী বিজিবির নাম করে ড্রেজার মেশিন দিয়ে মাদার নদী থেকে বালি উত্তোলন করছেন।
বিষয়টি এলাকাবাসী নৌ-পুলিশকে অভিযোগ করলে, শুক্রবার সকালে নৌ-থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বালি উত্তোলন বন্ধ করে দেন, কিন্তু পরবর্তীতে অসাধু বালু ব্যবসায়ী আব্দুল মজিদ আবারো বালু উত্তোলন শুরু করেন। বালু ব্যবসায়ী আব্দুল মজিদের সাথে কথা হলে তিনি বলেন, বিজিবির মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে, তাদের ক্যাম্পের সামনে এ বালু ভরাট করা হচ্ছে।
স্থানীয় জেলে শফিকুল ইসলাম জানান, বেড়িবাঁধ সংলগ্ন নদী থেকে প্রায় বালু উত্তোলন করায় গোলাখালী এলাকার বিভিন্ন বেড়িবাঁধে ফাটল ধরেছে, আমরা দীপাঞ্চল এলাকায় বসবাস করি, এখানে কোন সাইক্লোন সেল্টার নেই, প্রায় জোয়ারের কারনে নদীর নোনা পানি আমাদের গ্রামে ঢুকে পড়ে।
এভাবে অপরিকল্পিত পন্থায় বালু তুললে যেকোনো সময় ভেড়িবাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত হতে পারে।
দীপাঞ্চাল গোলাখালী ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
« সাতক্ষীরা সদর উপজেলার জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা »
সম্পর্কিত সংবাদ
বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ এবং চেক প্রদান
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিনবিস্তারিত…
শ্যামনগরে মৎস্য বিভাগের অভিযানে জাল আটক করে ৫ হাজার টাকা জরিমানা আদায়
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: মৎস্য অফিসার ও নৌ পুলিশ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনাবিস্তারিত…