দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। তিনি উপজেলার বিভিন্ন হাট- বাজার,গ্রাম -গঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরন করে চলেছেন।এলাকার বিভিন্ন মানুষের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি দায়িত্ব দেন তাহলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেন। তিনি আরও বলেন দলীয় নির্দেশনায় দলকে সুসংগঠিত ও শক্তিশালি করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং আগামীতেও সবসময় দলের হয়ে কাজ করে যাবো।
কলারোয়া উপজেলার লাঙ্গল ঝাড়া, গোয়াল চাতর, হঠাৎগঞ্জ, বেলেডাঙ্গা বাজারে বিভিন্ন স্তরের ব্যাবসায়ীদের দোকানে ও পথচারীদের মাঝে গণসংযোগকালে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন, কলারোয়া পৌরসভার (৬নং)ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধাঃ সম্পাঃ সোহরাব হোসেন,তুলসীডাঙ্গা ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর সার্চ কমিটির সদস্য মাস্টার সালাউদ্দিন ফারুক ,মতিউর রহমান, রবিউল ইসলাম, কলারোয়া উপজেলা জাসাসের আহবায়ক আব্দুস সামাদ মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক,পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম হোসেন,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, নজরুল,শাহাজান,আক্তারুজ্জামান রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
কামরুল হাসান।। শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন।বিস্তারিত…
কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদবিস্তারিত…


