পাইকগাছায় গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায় , মেডিকেল কর্মকর্তা ইব্রাহিম গাজী। বক্তব্য রাখেন প্রেসক্লাবেরসহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিহত নুর নবীর স্ত্রী আকলিমা বেগম, রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, আল শাহরিয়ার রুম্মন, ফজলে রাব্বি, আফরোজা জাহান জনা ও জান্নাতুল ফেরদৌস এশা।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম এমডি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক নিরবতা পালন করা হয় এবং অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং সরকারি ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মেডিকেল কর্মকর্তা ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবু জাফর সিদ্দিকী রাজু, জিএম আব্দুস সালাম কেরু, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন, সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, খোরশেদুজ্জামান, রবীন্দ্রনাথ অধিকারী ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। সভায় চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রলি রাখা বন্ধ, জরায়ু, ব্রেস্ট ক্যান্সার, ডেঙ্গু প্রতিরোধ, কপোতাক্ষের খননকৃত মাটি চুরি বন্ধ করা, সরকারি জমি ও জলমহাল দখল বন্ধ, পৌরসভার সরকারি খালের বন্দোবস্ত বাতিল করা, বাইক সহ সব ধরনের চুরি বন্ধ করা, অতিথি পাখি শিকার বন্ধ করা, মাদকের ব্যবহার বন্ধ করা, পিকনিক ও মেলা করতে অনুমোদন নেওয়া এবং পুলিশী তৎপরতা বৃদ্ধি করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

 

 






সম্পর্কিত সংবাদ

  • বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
  • কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও অভিজ্ঞতা বিনিময় সভা
  • শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
  • কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
  • সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
  • পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন