আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার কদমতলা বাজার কমিটির নির্বাচন

নিউজ ডেস্ক :: দীর্ঘ ১৭ বছর পর আগামী কাল শনিবার ২৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার কদমতলা বাজার কমিটির ত্রি- বার্ষিক র্নির্বাচন। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

অনেকদিন পর একটি সুষ্ঠ নির্বাচনে সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন এই আশায় বাজারের ব্যবসায়গণ বেশ উজ্জিবিত। ভোটে মোট ৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৫টি পদের জন্য মোট ১২ প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ আয়ুব আলী হরিণ, হাজি কামরুল আলম ছাতা ও ডাঃ লাভু চেয়ার প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন।

সাধারন সম্পদক পদে শেখ শাহজাহান আলী মটর সাইকেল,মোঃ রফিকুল ইসলাম আনারস ও মোঃ মিজানুর রহমান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচনে সহ সভাপতি পদে বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ সামছুজ্জামান, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আফছার আলী,কোষাধ্যক্ষ পদে হার্ডওয়ার ব্যবসায়ী মামুন হোসেন এবং নির্বাহী সদস্য পদে শেখ মিজানুর রহমান মোঃ রবিউল ইসলাম,মোঃ আমজাদ হোসেন মোহাম্মদ আলী,শেখ শিমুল হোসেন,মোঃ সেন্টু ও মোঃ আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

কদমতলা বাজারের নির্বাচন নিয়ে বাজারের ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপন লক্ষ করা গেছে। তফশিল ঘোষনার পর থেকে বাজারের অলি গলে পোষ্টার,ব্যনার,ফেষ্টুনে ছেয়ে গেছে। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচরনা।প্রার্থীগণ ভোটারদের কাছে নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসাবে উপস্থাপন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। প্রচার প্রচরনা,মিটিং ও শো ডাউনে মুখরিত হয়ে উঠেছে কদমতলা বাজার এলাকা।অনেক দিন পর একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশায় বুক বেধে আছেন বাজারের ব্যবসায়ীগণ।

নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোঃ আকবার আলী নির্বাচনটি যাতে অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • ঘোজাডাঙ্গা স্থলবন্দর অবরুদ্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • মানবাধিকার দিবসে সাতক্ষীরাতে জামায়াতের আলোচনা সভা
  • সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন
  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
  • সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ
  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন