শ্যামনগরে বিশুদ্ধ পানি পানে অভ্যস্থ করার লক্ষ্যে ফুড গ্রেড পানিরজার ও বোতল বিতরণ

শ্যামনগর প্রতিনিধি :: ২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২ টায় লিডার্স প্রধান কার্যালয়ে সুপেয় পানিসংকট মোকাবেলায় বিশুদ্ধ পানি পানেঅভ্যস্থ করার লক্ষ্যে ফুড গ্রেড পানিরজার ও বোতল বিতরণ করা হয়।
উন্নয়ন সংগঠন লিডার্স এর বাস্তবায়নে দাতা সংস্থা সুইস কন্ট্যাক্ট ও জায়েদ সাসটেইনেবল এর পুরস্কারের অর্থায়নে লিডার্স এর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ওয়াটার এন্ড হুইল ও সুন্দরবন ড্রিংকিং ওয়াটারে নিবন্ধনকৃত ২৬০ জন উপকার ভোগীদের মাঝে একটি ২০ লিটার ফুড গ্রেড পানিরজার, একটি ফুড গ্রেড ১ লিটার বোতল ও একটি এটিএম কার্ড উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা মোঃশওকৎ হোসেনের সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন, , প্রধান অতিথি তার বক্তব্যে “উপকূলীয় এলাকার নারীদের উন্নয়নের জন্য লিডার্স এর কার্যক্রমের প্রসংসা করেন। তিনি সমাজ উন্নয়নে নারীদের দায়িত্ব নিতে পরামর্শ প্রদান করেন। নারীরা পানি সংগ্রহকাজে যুক্ত থাকার পাশাপাশি তাদের সংসারের অন্য কাজে সময় ব্যয় করতে হয়। বিশুদ্ধ পানি সংরক্ষণে এই পানির জারগুলি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।”
উক্ত বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,লিডার্স এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রনজিৎ কুমার বর্মন, কর্মসুচীর কার্যক্রম উপস্থাপন করেন কর্মসূচী ব্যবস্থাপক, এ,বি.এম জাকারিয়া, এছাড়া বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, , হরিদাশ হালদার, নিপা চক্রবর্তী, মোঃ আঃ জলিল ইউপি সদস্য, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, টিম লিডার অসিত মন্ডল, প্রধান হিসাব রক্ষক রায়হান কবীর, রেখা খাতুন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ

শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসের পিয়ন কর্তৃক ১৭শ টাকার দাখিলার বিপরীতেবিস্তারিত…

শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: বুধবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত¡রে জাতীয় ওলামাবিস্তারিত…