যশোরে মেম্বারের ঘরে আগুন, দগ্ধ ৪

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে দেওয়া আগুনে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমি খান (৩) ওতালিমুলের ছোট ভাই ওবায়দুল খান (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তালিমুলের ছোট ভাই ওবায়দুল সাংবাদিকদের জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী, সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরে থেকে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি জানান, ঘরের মধ্যে কোনও রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন দেওয়া হয়েছিল। পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ তিন জন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপর।






সম্পর্কিত সংবাদ

  • কপিলমুনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত
  • মাসব্যাপী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র খুলনা জোনরে গাছের চারা বিতরণ
  • বজ্রসহ বৃষ্টির আভাস সব বিভাগেই
  • শুক্রবার মেট্রোরেল চালাতে সময় চায় ডিএমটিসিএল
  • ‘ছাত্র-জনতার বিপ্লব সারা বিশ্বে প্রশংসিত’
  • বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা
  • বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ৬
  • গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩