ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার

নিউজ  ডেস্ক  ::  ভারতের কর্ণাটকের উদুপি জেলায় অবৈধভাবে বসবাসরত আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই গত তিন বছর ধরে ওই জেলার হুডে গ্রামে বাস করছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের,জাল পাসপোর্ট ব্যবহার করে দুবাই পালানোর সময় ম্যাঙ্গালুরুর বাজপে বিমানবন্দর থেকে আটক করা হয় মুহাম্মদ মানিক নামের এক বাংলাদেশিকে।

জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। উদুপির পুলিশ সুপার জানিয়েছেন, জাল পাসপোর্ট ব্যবহার করায় ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মানিক জানান, তার সঙ্গে অবৈধভাবে আরও সাত বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করছেন। সেই খবর পেয়ে উদুপি থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বাকিদের গ্রেফতার করে।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা জাল আধার কার্ড (ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র) ব্যবহার করছিলেন। কিভাবে এই দলটি এই জাল নথি সংগ্রহ করেছিল এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তা পুলিশ এখন তদন্ত করছে। আটক আট বাংলাদেশি নাগরিক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। দ্রুত তাদেরকে স্থানীয় আদালতে হাজির করা হবে।

সূত্র :যুগান্তর



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • কলকাতায় পার্ক স্ট্রিটে আটক বিএনপির নেতা
  • নিউ ইয়র্কে ৩৪ শিল্পী-কলাকুশলী পেলেন এটিভির আইকনিক স্টার পুরুস্কার
  • নিউ ইয়র্কে তিন যুগ পর চালু হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা
  • ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন
  • ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার!
  • রাইট টু ফ্রিডমের নতুন নির্বাহী পরিচালক জন ড্যানিলয়েচ
  • হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছরের ক্যারোলিন
  • ওবামার ওয়াশরুমে বান্ধবীর সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টের যৌনতা