ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার
নিউজ ডেস্ক :: ভারতের কর্ণাটকের উদুপি জেলায় অবৈধভাবে বসবাসরত আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই গত তিন বছর ধরে ওই জেলার হুডে গ্রামে বাস করছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের,জাল পাসপোর্ট ব্যবহার করে দুবাই পালানোর সময় ম্যাঙ্গালুরুর বাজপে বিমানবন্দর থেকে আটক করা হয় মুহাম্মদ মানিক নামের এক বাংলাদেশিকে।
জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। উদুপির পুলিশ সুপার জানিয়েছেন, জাল পাসপোর্ট ব্যবহার করায় ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মানিক জানান, তার সঙ্গে অবৈধভাবে আরও সাত বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করছেন। সেই খবর পেয়ে উদুপি থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বাকিদের গ্রেফতার করে।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা জাল আধার কার্ড (ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র) ব্যবহার করছিলেন। কিভাবে এই দলটি এই জাল নথি সংগ্রহ করেছিল এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তা পুলিশ এখন তদন্ত করছে। আটক আট বাংলাদেশি নাগরিক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। দ্রুত তাদেরকে স্থানীয় আদালতে হাজির করা হবে।
সূত্র :যুগান্তর
সম্পর্কিত সংবাদ
সিরিয়ার দামেস্কে আসাদের বাসভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন
নিউজ ডেস্ক :: বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ। এরবিস্তারিত…
উত্থান-পতনেও আমাদের সম্পর্ক টিকে আছে : ভারতের হাইকমিশনার
নিউজ ডেস্ক :: পারস্পরিক নির্ভরতার বাস্তবতা এবং পারস্পরিক সুবিধা ভারত-বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে থাকবেবিস্তারিত…