যশোরে স্বর্ণের লোভে শিশুকে শ্বাসরোধ করে হত‍্যা 

বেনাপোল প্রতিনিধি ::: যশোরের ঝিকরগাছার পল্লীতে সকালে নিখোঁজ একটি শিশুর লাশ গভীর রাতে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর পাওয়া গেছে।
স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের দক্ষিন পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।
নিহত ৭ বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকোমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে।
শিশুটি নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারের আহ্বান জানান অনেকে। শিশুটির খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন কয়েকজন প্রবাসী।
সাদিয়ার দাদা ফজলুর রহমান ফজু মোড়ল বলেন, সাদিয়াকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর তাকে আর দেখা যায়নি।দিনভর সম্ভব্য সকল জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি।গভীর রাতে মসজিদের পাশের বাগানে তার লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, চম্পা একজন স্বামী পরিত্যক্তা নারী। নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে এই জঘন্য কাজটি করতে পারে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবির পেক্ষিতে বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ যশোর শহরের দড়াটানা ভৈরব চত্তর থেকে চম্পাকে আটক করা হয়েছে।
আটককৃত চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। #





সম্পর্কিত সংবাদ

  • বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
  • কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও অভিজ্ঞতা বিনিময় সভা
  • শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
  • কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
  • সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
  • পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন