যশোরে স্বর্ণের লোভে শিশুকে শ্বাসরোধ করে হত্যা

বেনাপোল প্রতিনিধি ::: যশোরের ঝিকরগাছার পল্লীতে সকালে নিখোঁজ একটি শিশুর লাশ গভীর রাতে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর পাওয়া গেছে।
স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের দক্ষিন পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।
নিহত ৭ বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকোমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে।
শিশুটি নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারের আহ্বান জানান অনেকে। শিশুটির খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন কয়েকজন প্রবাসী।
সাদিয়ার দাদা ফজলুর রহমান ফজু মোড়ল বলেন, সাদিয়াকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর তাকে আর দেখা যায়নি।দিনভর সম্ভব্য সকল জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি।গভীর রাতে মসজিদের পাশের বাগানে তার লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, চম্পা একজন স্বামী পরিত্যক্তা নারী। নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে এই জঘন্য কাজটি করতে পারে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবির পেক্ষিতে বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ যশোর শহরের দড়াটানা ভৈরব চত্তর থেকে চম্পাকে আটক করা হয়েছে।
আটককৃত চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। #
« কলারোয়া বেত্রবতী হাইস্কুলের অফিস সহকারী আমিরুল দাফন সম্পন্ন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সহকর্মীর মৃত্যুতে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের শোক জ্ঞাপন »
সম্পর্কিত সংবাদ

কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভাবিস্তারিত…

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস আলম
সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন সেনাপ্রধানের সঙ্গেবিস্তারিত…