পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে তমাল বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমনগর বাজারের পাশে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে।

জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২) সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথান যাচ্ছিলো পথেমধ্যো কপিলমুনির কাশিমনগর বাজারে পাশে পৌছালে বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল আসে। এ সময় বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটর সাইকেলটি গতি বেশি থাকায় মোটরসাইকেল চালক তমাল ছিটকে পড়ে মাথা ও মুখ থেতলে আহত হয়। এসময় আহতকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, আমাদের সিমান্তে ঘটেছে। আমাদেরকে না জানিয়ে তার মরদেহ পুড়িয়ে ফেলেছে।






সম্পর্কিত সংবাদ

  • বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
  • কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও অভিজ্ঞতা বিনিময় সভা
  • শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
  • কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
  • সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
  • পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন